Dr. Neem on Daraz
Victory Day

করোনায় বদলে দিল গণমাধ্যমে সংবাদের ধরণ


আগামী নিউজ | কামরুল হাসান শিশির প্রকাশিত: এপ্রিল ৪, ২০২০, ০৪:০৮ পিএম
করোনায় বদলে দিল গণমাধ্যমে সংবাদের ধরণ

ছবি: তাওসিফ

ঢাকা: বদলে গেছে  সংবাদের ধরণ। পত্রিকা বা টেলিভিশন খুললেই আর চোখে পড়ে না হত্যা, খুন, ধর্ষণ ও রাহাজানির মতো ঘটনা। করোনা আতঙ্কে পৃথিবীর অর্ধেকের বেশি লোক এখন স্বেচ্ছায় বা বাধ্য হয়ে ঘরবন্দী। বাংলাদেশের মানুষের অবস্থাও একই। তাই স্বাধীনতার পর গত অর্ধশত বছরের মধ্যে মার্চ মাস থেকে আজ পর্যন্ত রাজধানীসহ পুরো বাংলাদেশে অপরাধ কমে এসেছে প্রায় শুণ্যের কোটায়। যা পরিলক্ষিত হয় খবরের কাগজ খুললেই। এতে করে কিছুটা শান্তিতে আছে সাধারণ মানুষ।

আগে যেখানে হত্যা, খুন, ধর্ষণের খবর ঠাঁই করে নিতো পত্রিকার অর্ধেক পাতা। বাকি অর্ধেক পাতাজুড়ে থাকতো ঘুষ, দুর্নীতি, কালোবাজারি, দখলদারি ও রাজনীতির খবর। এসব খবরকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিয়ে নিজের কর্তৃত্ব স্থাপন করেছে করোনা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরলস প্রচেষ্টা ও প্রধানমন্ত্রীর হুশিয়ারি বাণী ও যখন এ অরাজকতাকে বন্ধ করতে পারেনি, তখন এ অসাধ্যকে সাধন করেছে ঢাল-তলোয়ার ছাড়া অদৃশ্য এক ভাইরাস। করোনা একদিকে খুনি ও ধর্ষকদের যেমন করেছে নিভৃতচারী তেমনি মৃত্যু আতঙ্কে ঘুষখোর দুর্নীতিবাজরা ঘাপটি মেরে বসে রয়েছেন ঘরে। এতে করে একদিকে যেমন কিছুটা শান্তিতে আছে সাধারণ মানুষ।
  
এ ব্যাপারে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান আগামীনিউজ ডটকমকে বলেন,করোনাভাইরাস আমাদের নিউজের বেশিরভাগ জায়গা দখল করেছে সত্য তবে আমরা অন্যান্য বিষয়গুলো থেকেও চোখ ফিরাইনি। তুলনামূলক এই সময়ে অপরাধ সংঘটিত হওয়ার হার কম। তবে এ অপরাধপ্রবনতা কমার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অবদান নেই। যা করার করোনাই করে দিয়েছে।

নাঈমুল ইসলাম খান বলেন, 'করোনা পরবর্তী অবস্থায় অপরাধপ্রবনতা কমানো বা নিয়ন্ত্রণে পুলিশকে এখনই উদ্যোগী হতে হবে। তাদের আগে যে স্বাভাবিক কর্মকাণ্ডগুলো ছিলো সেগুলোকে আরো শক্তিশালী করতে হবে। তাহলেই বর্তমান নির্লিপ্ত অপরাধীদের করোনা পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ করা সহজ হবে।'

তিনি আরো বলেন, ‌'করোনা শুধু অপরাধী না পরিবেশেরও ব্যাপক উন্নয়ন সাধন করেছে। ঢাকার পরিবেশ এখন বেশ নির্মল। সংগত কারণেই আমরা এ উন্নতি হয়তো ধরে রাখতে পারবো না তবে চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের প্রচেষ্টায়ই আমাদের এগিয়ে যেতে হবে।'

ইসলামিক ফাউণ্ডেশনের বোর্ড অব গভর্নর ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (কুষ্টিয়া) উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী আগামীনিউজ ডটকমকে বলেন, 'সাময়িকভাবে দুর্নীতিবাজরা যে, অপরাধ থেকে সরে এসেছে এটাতে আশ্বস্ত হওয়ার  কোনো কারণ নেই। এখন হয়তো সময় তাদের প্রতিকূলে, আবার যখন সময় তাদের অনুকূলে আসবে তখন তারা একই কাজে লিপ্ত হবে।'

রশিদ আসকারী বলেন, 'সামান্য সুখের জন্য নিজেকে যে অন্যায়ের পথে, দুর্নীতির পথে পরিচালিত করে সেটা মানুষের চূড়ান্ত পথ না। তাই অপরাধীরা করোনার ভয়ে বা সুযোগ না থাকার কারনে নিজেকে যেভাবে অন্যায় থেকে ফিরিয়ে রাখছেন সেটা যাতে করোনা পরবর্তী সময়েও অব্যাহত থাকে। তিনি আশা প্রকাশ করে বলেন, করোনা থেকে নেয়া শিক্ষা পরবর্তীতে কাজে লাগিয়ে সবাই যেনো দেশের মঙ্গলের জন্য কাজ করবে।'

এ ব্যাপারে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি আগামীনিউজ ডটকমকে বলেন, 'এ সময়ে বেশিরভাগ লোক ঘরে বসে আছেন। সুতরাং, নির্দিষ্ট ধরণের অপরাধের সংখ্যা নেমে এসেছে। তবুও কিছু বিশেষ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। আমরা এটি সম্পর্কে সচেতন।

তিনি বলেন, আমরা আমাদের গতিশীলতা (মোবাইল টহল) এবং চেকলিষ্টের সংখ্যা বাড়িয়েছি। আমরা অপরাধের যে কোনও প্রতিবেদনে কঠোর পদক্ষেপ নিচ্ছি। যে কোন ধরনের অপরাধকে আমরা শক্ত হাতে পরিচালনা করবো।'

ডিএমপির কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান আগামী নিউজ ডটকমকে জানান,' ঢাকার বেশীরভাগ বাসিন্দা গ্রামে চলে গেছে, যারা আছেন তারা বাসায় হোম কোয়ারেন্টিনে। অল্প সংখ্যক মানুষ অতি প্রয়োজনে রাস্তায় বের হয়।

অন্য সময়ের চেয়ে পুলিশের পেট্রোল বাড়িয়ে দিয়েছে। রাত ১০ টার পরে কারণ ছাড়া বের হতে পারছে না। রাজধানীর প্রতিটি সড়ক ও বাড়ি পুলিশের নজরদারির মধ্যে থাকায় অপরাধের পরিমাণ একেবারে নেই বললেই চলে।'

আগামী নিউজ/কামরুল/ডলি/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে