Dr. Neem on Daraz
Victory Day

নতুন প্রজন্ম নাম জানেনা- অনেক গাছ-পালা, জীবজন্ত, পশু-পাখি এমনকি মাছ ও জলচর প্রাণীর! 


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৯:৩৮ এএম
নতুন প্রজন্ম নাম জানেনা- অনেক গাছ-পালা, জীবজন্ত, পশু-পাখি এমনকি মাছ ও জলচর প্রাণীর! 

ড. নিম হাকিম। ছবি : সংগৃহীত

অনেক দিন থেকেই লক্ষ্য করছিলাম যে, আস্তে আস্তে গ্রামীণ ঝোপ-ঝাড় বিলুপ্ত হয়ে যাচ্ছে তার সাথে সাথে বিলুপ্ত হচ্ছে এ সব ঝোপ ঝাড়ে বসবাসকারী ছোট ছোট জীব-জন্ত ও পশু-পাখি। গ্রামের খাল, পুকুর, নালা ও অন্যান্য জলাধার ভরাট করার কারণে দেশীয় নানা প্রজাতির মাছ, অন্যান্য জলজপ্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে বা ইতিমধ্যেই হয়ে গেছে। গত ঈদের পরদিন বাড়িতে গিয়ে কয়েকজন প্রাইমারি, মাধ্যমিক এবং নিরক্ষর ছেলে-মেয়েকে শান্তি মিশনে ডেকে আড্ডার ছলে, কয়েকটি গাছ, পাখি, পুকুরের ধরা দেশী মাছ ও ঘরিয়াল দেখায়ে নাম জানতে চাইলে অনেকগুলোই চিনতে পারল না, এগুলোর কিছু তারা দেখেছে কিন্তু নাম জানেনা। কষ্ট পেলাম ভীষণ!!!

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে