Dr. Neem on Daraz
Victory Day

মনমোহন দত্তের মরমী সঙ্গীতের প্রজ্ঞাময় ব্যাখ্যা-৪


আগামী নিউজ | সাঁঈজি সিরাজ সাঁঈ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ১২:৫৫ এএম
মনমোহন দত্তের মরমী সঙ্গীতের প্রজ্ঞাময় ব্যাখ্যা-৪

মলয়া সংগীতের জনক, মরমী সাধক, কবি, বাউল ও সমাজ সংস্কারক মনমোহন দত্ত। ছবিঃ সংগৃহীত

অকুল সাগরে ভাসিল তরনী,
অস্তমিত প্রায় নেহারি যে বেলা,
গরজিয়ে ঘোর আবরি গগন,
সাথে মাত্র আমি পড়েছি একেলা।
সঙ্গীসাথী যারা, চলে গেছে তারা,
অনুকূল হাওয়াতে ভাসায়ে ভেলা
ঘোর ঘুর্নিপাকে পড়িয়ে বিপাকে
হয়ে পড়েছিলাম আমি দিক ভোলা
বেলা অবসান, প্রবল উজান
শক্তিহীন প্রাণ করে ঝালা পালা,
অকুল পাথার, চৌদিকে আমার
বিভীষিকা যত করিছে খেলা।
একি হেরি রঙ্গ, বাড়িছে তরঙ্গ
বুঝিবা ডুবায়ে দিবেরে ভেলা
একা আমি অকুলে প্রভো, করে হাবুডুবু
পাড় কিহে পাব ভাবিয়ে উতলা।
শুনি দয়াময় সবে তোমায় কয়,
তবনামে হয় আঁধারে আলো,
তাই ভাবি দিতে, এক্ষুদ্র শক্তিতে
করি প্রাণপণ করেছি মেলা।
যা ইচ্ছা তোমার জীবনে আমার
হয়ে কর্মধারা তুমি এই বেলা
করহে পূরণ করুনা নিধান
নমি প্রভু দাও শ্রীপদধুলা॥

প্রজ্ঞাময় ব্যাখ্যাঃ
মানব জীবনে এই পৃথিবী একটা জীবন সাগর। এই সাগরের মধ্যে জীবন অতিবাহিত করতে হচ্ছে। এখানে মানব জীবন একটা তরনী। এই তরনী দিনে দিনে জীর্ণ-শীর্ণ দুর্বল হয়। জীবন সাগরে ঝড় তুফানে জীবন পরিচালিত হয়। মাঝে মাঝে অন্ধকার অমাবশ্যার রাত্রে তরী কোন কূল কিনারা পায় না। ঝড় তুফানে পড়ে তরী ডুবু ভাব হয়। জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা কর্মের মধ্যে জীবন তরনী ভাসা ডুবার মধ্যে অবস্থান করে। এই অনিশ্চিত অবস্থায় জীবন পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন শক্তিশালী মাঝি। অন্ধকার অনিশ্চয়তার মাঝে ঘোর তুফানের মধ্যে কেবল শক্তিশালী প্রজ্ঞাবান সত্ত্বা জীবন তরী মুক্তির পারে পৌঁছাতে সক্ষম হয়।

মানুষের অজ্ঞান মন সবসময় বস্তুর লোভে বিভোর থাকে। সে কারণে জীবন তরী যে কোন মুহুর্তে যে কোন অজ্ঞানতার কারণে মুহূর্তের মধ্যে অজ্ঞান কর্মে ডুবে যায়। এই এক মুহূর্তের কর্মের মাঝে তার জীবন তরী ডুবে যায় অতল সাগরের গভীরে। এই অনিত্য অনিশ্চয়তার মাঝে কেবল প্রজ্ঞাবন সাধক তার সাধনার শক্তিতে প্রতিটা মুহূর্তে সতর্ক অবস্থায় তার জীবন তরীকে বস্তুময় পৃথিবীর কর্মরাশি থেকে মুক্ত করে তার মুক্তির তীরে পৌঁছাতে সক্ষম। সাধনার শক্তিই কেবল একমাত্র ভরসা।

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে