Dr. Neem on Daraz
Victory Day

মনমোহন দত্তের মরমী সঙ্গীতের প্রজ্ঞাময় ব্যাখ্যা-২৭


আগামী নিউজ | সাঁঈজি সিরাজ সাঁঈ প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ০৩:১০ পিএম
মনমোহন দত্তের মরমী সঙ্গীতের প্রজ্ঞাময় ব্যাখ্যা-২৭

মলয়া সংগীতের জনক, মরমী সাধক, কবি, বাউল ও সমাজ সংস্কারক মনমোহন দত্ত। ছবিঃ সংগৃহীত

এসে আমি ছিলাম ভালো, এখন বড়ো লাগে ভয়।
যারা আদর করে কোলে নিত, তারা কেন কুকথা কয়।
লেখা পড়া শিক্ষা করে, বিদ্যা আমার গেছে বেড়ে
বুদ্ধির জোরে কৌশল করে যারে তারে করছি জয়।
একথা সেকথা বলি যারে তারে দিচ্ছি গালি,
দীনহীনকে পদে দলি মুখে বলি সদাশয়।
ছেলের বিয়ে বড় ঘরে, মিথ্যার জোরে মামলা করে
দালান দিছি কুঁড়ে ঘরে, আমার মতো কেহ নয়।
গরিব বেটা খেতে পায়না তবু বলি সুদ দেয় না,
ডিক্রি জারীর পরওয়ানা তার বাড়ীতে জারি হয়।
বেড়ে গেছে বড়ো পপার, রায় চৌধুরী খেতাব আমার,
তার মুখে মারি পরজায়, সে মোরে বুদ্ধিমান কয়।
থাকলে বুদ্ধি দেখতাম চেয়ে, শিশুর মতো থাকতাম হয়ে
মনোমোহন কয় ভাই বুদ্ধি খেয়ে, একালে বুদ্ধিমান হয়।

প্রজ্ঞাময় ব্যাখ্যাঃ
মানুষ শিশুকালে শিশুর মতো সরল থাকে। সে কারণে সকলে তাকে আদর করে। কোলে নেয়। যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন তার মধ্যকার সরল ভাব আর থাকে না। সে তখন বিভিন্ন রকমের বই-পুস্তক ও ধর্মীয় গ্রন্থ পাঠ করে নিজেকে বুদ্ধিমান মনে করে। আগে সরলতার কারণে যেখানে তাকে সবাই আদর করতো সেখানে বই পুস্তকের জ্ঞান অর্জনের পরেও লোকে তাকে কুকথা ও বোকা বলে।

লেখা-পড়া শেখার মাধ্যমে অন্যের উপর প্রভাব খাটানোর কৌশল অর্জন করা হয়েছে। নিজের কুঁড়ে ঘরে দালান উঠেছে। গরীবদের উপর অত্যাচার বেড়ে গেছে। এতো সব ঘটেছে কিন্তু ছোট কালের সরল ভাব আর অন্তরের মধ্যে নেই। এখন মন সব সময় বস্তু লোভে ব্যস্ত থাকে। বস্তু আকর্ষণ সব সময় তাকে তাড়িত করে তোলে।

এখন ডিগ্রি এবং অর্থের বৃদ্ধির কারণে সমাজের মধ্যে রায় বাহাদুর, চৌধুরী ইত্যাদি রূপে খেতাব পেয়েছেন। এই খেতাবের কারণে সমাজের মধ্যে প্রতিপত্তি বেড়েছে এবং সমাজের উপর এক প্রকার কর্তৃত্বও বেড়ে গেছে।

প্রজ্ঞাবান ব্যক্তিরা নিজের মধ্যকার শক্তির উত্থান ঘটায় এবং নিজেকে শিশুর মতো সরল করে রাখে। এটাই প্রজ্ঞাবান সত্ত্বার মৌলিক চরিত্র। অন্তরের মধ্যে সরল ভাব থাকবে এবং নিজেকে প্রজ্ঞাবান হিসেবে সার্ব্বক্ষণিক ধ্যান জ্ঞানে থাকবে। কিন্তু বর্তমানে মনের সরলতা দূর করে বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে বস্তুমুখী চিন্তা চেতনার মধ্যে নিজেকে বুদ্ধিমান মনে করে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে