Dr. Neem on Daraz
Victory Day

জীবনের উদ্দেশ্য খুঁজছেন?


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০২০, ০৫:৪৮ পিএম
জীবনের উদ্দেশ্য খুঁজছেন?

প্রতীকী ছবি

ঢাকাঃ বাহ্যিক কিছু কখনো আপনার অনন্য জীবনের অনন্য যে উদ্দেশ্য তা বাতলে দিতে পারবে না। কখনো আপনি একজন ইঞ্জিনিয়ারকে অনেক সফল হতে দেখলেন, আপনার মনে ইঞ্জিনিয়ার হবার শখ জেগে উঠলো। আবার ক্রিকেটারদের ভালো করতে দেখলেন তো ক্রিকেটার হবার স্বপ্ন তৈরী হয়ে গেলো। কিন্তু এগুলো সবই আসছে বাইরে থেকে। চিন্তাগুলোর মত এগুলোও ক্ষণস্থায়ী। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অনন্য। তাদের জীবনের উদ্দেশ্যও অনন্য। আপনার সে অনন্য উদ্দেশ্য কী তা জানতে চাইলে বাইরে নয় নিজের ভিতরে প্রবেশ করতে হবে। নির্জনে বাইরের সবকিছু থেকে আলাদা হয়ে যান। ধ্যান বা মেডিটেশন করাও বলা যায়। যখন বাইরের সবকিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন প্রকৃতির সাথে, সৃষ্টিকর্তার সাথে আপনার নৈকট্য অনেক বেড়ে যাবে। তখন আপনার প্রশ্নটি জিজ্ঞাসা করুন। এভাবে কিছুদিন করতে থাকলে অবশ্যই আপনার মনের চাওয়াটি বুঝতে পারবেন। আপনার অনন্য উদ্দেশ্যটি সম্পর্কে জানতে পারবেন।

কথাগুলো বলেছে অয়ন হোসেন রাশেদ। পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে Music & Sound Tecnolology নিয়ে।

আগামীনিউজ/ড্যানি

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে