Dr. Neem on Daraz
Victory Day

চলচ্চিত্র নির্মাতা রহিম নেওয়াজ মারা গেছেন


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৫:১৪ পিএম
চলচ্চিত্র নির্মাতা রহিম নেওয়াজ মারা গেছেন

ঢাকাঃ চলচ্চিত্র নির্মাতা রহিম নেওয়াজ আর নেই। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

জানা যায়, শনিবার (২৪ সেপ্টেম্বর) বাদ জোহর কল্যাণপুর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

চলচ্চিত্রকার জহির রায়হান পরিচালিত ‘সংগম’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় আসেন রহিম নেওয়াজ। পরে তিনি স্টার সিনেওয়ার্ক গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ‘দুই ভাই’ ও ‘সংসার’ চলচ্চিত্র নির্মাণ করেন।

তার একক পরিচালিত প্রথম সিনেমা ‘সুয়োরানী দুয়োরানী’। এরপর ‘মনের মতো বউ’, ‘যোগ বিয়োগ’, ‘রাতের কলি’, ‘আপনজন’, ‘অসাধারণ’সহ বেশকিছু সিনেমা নির্মাণ করেছেন।

রহিম নেওয়াজ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন এই নির্মাতা।

এসএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে