Dr. Neem on Daraz
Victory Day

দুর্গাপূজা জুড়ে এবার থাকছে বৃষ্টি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০, ১১:২১ এএম
দুর্গাপূজা জুড়ে এবার থাকছে বৃষ্টি

সংগৃহীত

ঢাকাঃ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) ষষ্ঠী তিথিতে শুরু হয়ে যাবে।

পরদিন শুক্রবার থেকে দলে দলে মানুষ প্রতিমা দর্শনে করবেন। শনি, রোববারও প্রতিমা দর্শন শেষে সোমবার (২৬ অক্টোবর) দশমীতে বিসর্জন হবে এবারের পূজা।

তবে এবার পিছু না ছাড়া বৃষ্টি দুর্গাপূজাতেও বাগড়া দিতে পারে বলে জোরালো মত দিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, লঘুচাপটি এখনো সৃষ্টি হয়নি, দ্রুতই সৃষ্টি হবে।

তিনি বলেন, এবার দুর্গাপূজার সময় বৃষ্টি আছে। বৃষ্টি একটু বেশি থাকবে ২২ ও ২৩ অক্টোবর। তার পরেও ২৪, ২৫, ২৬, ২৭ অক্টোবর বৃষ্টি একেবারে উঠে যাবে না। ২৮ অক্টোবর পর্যন্ত কমবেশি বৃষ্টি থাকবেই।

২২ ও ২৩ অক্টোবর বিশেষ করে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দেন এই আবহাওয়াবিদ।

তিনি বলেন, চট্টগ্রাম, বরিশাল, সিলেটের কিছু অংশ এবং ঢাকাতেও বৃষ্টি হবে। পূজাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনই বেশি।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে