Dr. Neem
Dr. Neem Hakim

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০১:০২ পিএম
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতীকী ছবি

ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুল ইসলাম খুলনার সোনাডাঙ্গা উপজেলার বাদলগাতি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন নিশ্চিত করেছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শফিকুল রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন। সেসময় একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। চালক ও গাড়টি আটক করার জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে। 

আগামীনিউজ/বুরহান