Agaminews
Dr. Neem
Dr. Neem Hakim

আমিরাতে মধ্যাহ্ন বিরতি শুরু ১৫ জুন থেকে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৭:১২ পিএম
আমিরাতে মধ্যাহ্ন বিরতি শুরু ১৫ জুন থেকে

ছবি: আগামী নিউজ

ডেস্ক রিপোর্টঃ সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছরের মতো শ্রমিকদের জন্য আগামী ১৫ জুন থেকে মধ্যাহ্ন বিরতি শুরু হবে। দেশটির শ্রমনীতির অংশ হিসেবে মানবসম্পদ মন্ত্রণালয় এ কর্মসূচি ঘোষণা করেছে।

মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা মোতাবেক চলতি মাসের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি অব্যাহত থাকবে।

মানব সম্পদ মন্ত্রী নাসের বিন থালি আল হামলি এক ঘোষণা পত্রে বলেন, প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে, তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। বিগত ১৭ বছর ধরে দেশটিতে মধ্যাহ্ন বিরতি চলে আসছে।