Dr. Neem on Daraz
Victory Day

ইউরোপ যাবার পথে ভূমধ্যসাগরে ১৬৪ বাংলাদেশি উদ্ধার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০৩:৫৪ পিএম
ইউরোপ যাবার পথে ভূমধ্যসাগরে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

ছবি: আগামী নিউজ

ডেস্ক থেকেঃ লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগর থেকে ১৬৪ জন বাংলাদেশিসহ ৪৩৯ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। রবিবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, গত বৃহস্পতিবার পৃথক দুটি উদ্ধার অভিযান চালায় দেশটির কোস্টগার্ড। এ অভিযানে ৪৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার হন। তারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

লিবিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফের এক মুখপাত্র বলেন, ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর অভিবাসন প্রত্যাশীদের লিবিয়ার ত্রিপোলির নৌঘাঁটিতে আনা হয়। পরে তাদের লিবিয়ার অবৈধ অভিবাসন প্রতিরোধবিষয়ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চলতি বছর দেশটির কোস্টগার্ড সমুদ্র থেকে ৯ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। এছাড়া একই বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুন পর্যন্ত ভূমধ্যসাগরে ৮১৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে