Dr. Neem on Daraz
Victory Day

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় রং মিস্ত্রি নিহত


আগামী নিউজ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: জুন ১১, ২০২১, ১২:২১ এএম ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় রং মিস্ত্রি নিহত

ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পিকআপ ভ্যানের চাপায় জাহাঙ্গীর আলম(৩০) নামের এক রং মিস্ত্রী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার সাতপুকুরপাড় এলাকায় সিএনজিকে চাপায় এই ঘটনা ঘটে৷ 

নিহত জাহাঙ্গীর সরাইল উপজেলার কুট্রাপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে। এই ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম। 

পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম রং মিস্ত্রির কাজ করতেন। কসবায় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের ঘরের রংয়ের কাজ করতে তার অন্যান্য সহকর্মীদের সাথে দুপুরে সিএনজি যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে ধরখারের সাতপুকুর পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে জাহাঙ্গীর সহ চারজন আহত হয়। তাদেরকে উদ্ধার ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। 

জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত হয়। বাকি আহতদের হাসপাতালে ভর্তি দেওয়া হয়ছে। জাহাঙ্গীরের মাথায় গুরুত্ব জখম ও বুকে চাপ লাগায় মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান৷ 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে'। কাল ময়নাতদন্তের পর নিহত পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আগামী নিউজ/শরিফ