Dr. Neem on Daraz
Victory Day

দৈনিক প্রাণহানির শীর্ষে আবারও ব্রাজিল


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৯:০৬ এএম দৈনিক প্রাণহানির শীর্ষে আবারও ব্রাজিল

ঢাকা: বিশ্বজুড়ে পৌনে ৩৮ লাখ মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। দৈনিক প্রাণহানির শীর্ষে আবারও উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে বুধবার করোনায় মৃত্যুবরণ করে দু’হাজার ৪৮৪ জন। লাফিয়ে বাড়ছে সংক্রমণ শনাক্তের হারও।

একদিনেই ৮৭ হাজারের বেশি মানুষের দেহে মিলছে করোনাভাইরাস।

এদিকে যুক্তরাষ্ট্রে হঠাৎই বেড়েছে দৈনিক মৃত্যুহার। ২৪ ঘণ্টায় করোনায় ৪৪৭ জন মারা গেছেন মার্কিন মুলুকে। আর্জেন্টিনায় সংখ্যাটি ৬ শতাধিক, কলম্বিয়ায় ৫৫০। লাতিন দেশগুলোয় দিনে শনাক্ত হয়েছে ২৫ থেকে ৩০ হাজারের মতো নতুন রোগী।

এছাড়া রাশিয়ায় কিছুটা নাগালে মহামারী পরিস্থিতি। বুধবার প্রাণ হারিয়েছেন ৪শ’ মানুষ। তবে কমেছে করোনার বিস্তার।

বুধবার বিশ্বজুড়ে ৪ লাখ ১৩ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস।