Dr. Neem on Daraz
Victory Day

‘হয়ত একদিন বজ্রপাতে মৃত্যুর জন্যও সরকারকে দোষ দিবে বিএনপি’


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ৯, ২০২১, ১২:৫৫ এএম আপডেট: জুন ৯, ২০২১, ১২:৫৬ এএম ‘হয়ত  একদিন বজ্রপাতে মৃত্যুর জন্যও সরকারকে দোষ দিবে বিএনপি’

ঢাকাঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বজ্রপাতে মৃত্যুর জন্য বিএনপি হয়ত একদিন সরকারকে দায়ী করতে পারে।

মঙ্গলবার (০৮ জুন) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণকালে তিনি এই মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি সবকিছুতে সরকারের দোষ খোঁজে। আমি মাঝে মাঝে ভাবি বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে, তারা আবার নাকি বলে যে আওয়ামী লীগই দায়ী। কখন আবার বজ্রপাতে মৃত্যুর জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করে। সেটাই আমি ভাবছি।

ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় আসার সময় বিএনপি বলেছিল, সরকারের জন্য ঘূর্ণিঝড় হয়েছে। বস্তিতে আগুন লেগেছে, সেটার জন্যও আওয়ামী লীগকে দায়ী করে। আমরা আগুন লাগিয়ে মানুষের দুর্ভোগের সৃষ্টি কেন করব? আগুন সন্ত্রাসতো তাদের ব্যাপার।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি উপ-নির্বাচন বয়কট করে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তারা আবারও আগুন সন্ত্রাসের পথে হাঁটছে। আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতি সৃষ্টি করা হলে আওয়ামী লীগ রাজপথে সমুচিত জবাব দেবে।