Dr. Neem on Daraz
Victory Day

খোকসায় কুকুরের কামড়ে দুই শিশু গুরুতর আহত 


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২১, ১০:৪২ এএম খোকসায় কুকুরের কামড়ে দুই শিশু গুরুতর আহত 

কুষ্টিয়াঃ জেলার খোকসা উপজেলায় পৃথক দুই জায়গায় কুকুরে কামড়ে দুই শিশু গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

সোমবার (৭ জুন) সকালে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দুই শিশুকে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়। আহত দুই  শিশু হলেন, উপজেলার জানিপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে অনুপ কুমার মন্ডল এর পঞ্চম শ্রেণীর পড়ুয়া মেয়ে অন্তি মন্ডল (১০) ও পৌরসভার কমলাপুর গ্রামের মাসুদ মণ্ডলের ছেলে মাসুম মন্ডল (৪)।

আহত দুই শিশুকে তার অভিভাবকগণ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

জরুরী বিভাগে সহকারী মেডিকেল অফিসার মনিরুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে কুকুরে কামড়ানো ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে অভিভাবকদের কিনতে হল বলে জানায় শিশু দু'টির অভিভাবক। তারা বলেন, আমরা গরিব মানুষ সরকারি হাসপাতালে যদি ভ্যাকসিন না পাই কার কাছ থেকে ভ্যাকসিন পাব। আমরা জোর জোর দাবি জানাচ্ছি খোকসা হাসপাতালে সাপে কামড়ানো ও কুকুরে কামড়ানো ভ্যাকসিন যেন সরবরাহ করা হয়।