Dr. Neem on Daraz
Victory Day

প্রধানমন্ত্রীর উপহার পেলেন রাজশাহীর ১শ গণমাধ্যমকর্মী


আগামী নিউজ | আমানুল্লাহ আমান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২১, ০৫:৩৫ পিএম প্রধানমন্ত্রীর উপহার পেলেন  রাজশাহীর ১শ গণমাধ্যমকর্মী

রাজশাহীঃ করোনাভাইরাসের বিস্তার ও প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ রাজশাহীর ১০০ জন গণমাধ্যমকর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের হাতে এ উপহার তুলে দেয়া হয়।

বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে এ উপহার তুলে দেন। অনুষ্ঠানে তিনি বলেন, সরকার গণমাধ্যম কর্মীদের পাশে আছে। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল। এ সময় বঙ্গবন্ধুর বাকশাল সরকারের জেলা গভর্নর জননেতা আতাউর রহমান ও ভাষাসৈনিক মনোয়ারা রহমানের সন্তান এবং রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত
ছিলেন। 

বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের উপহার পেয়ে গণমাধ্যমকর্মীরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

আগামীনিউজ/নাহিদ