Dr. Neem on Daraz
Victory Day

ক্রোধের দৃষ্টি


আগামী নিউজ | স্বপ্না ইসলাম ছোঁয়া প্রকাশিত: মে ১, ২০২১, ০২:৫৬ পিএম ক্রোধের দৃষ্টি

ঢাকাঃ শোধ তো অনেক নেয়া হল,
প্রকৃতি- এবার কি তুমি থামবে?
ক্রোধের দৃষ্টি ফেরাবে না?আর কতো জ্বালাবে?
মানুষ প্রতিশোধ পরায়ণ, কিন্তু তুমি তো নও
নির্মল স্পর্শে আবার বুকে টেনে নাও;
বুকের জমিন জুড়ে ভীষণ নিঃসঙ্গতা।
একাকীত্বে পুড়ছি, একলাই কাঁদছি,
দিনদিন বড্ড একলা হয়ে যাচ্ছি
কেউ বলছে না, এইতো আমি আছি; 
প্রিয়জন পাশেই,অথচ স্পর্শ পাই না বহুদিন, 
বহুদূরে তাঁর অস্তিত্ব, য্যানো অচেনা কেউ;
নির্ঘুম রাতগুলো পেন্ডুলামে ঘুরতে থাকে,
অতীতের ভুলগুলো আছড়ে পড়ে নিদ্রাহীন চোখে;
হঠাৎ হঠাৎ নিস্তব্ধতা চিরে ভেসে আসে,
"একটি শোক সংবাদ" এরপরই অ্যাম্বুলেন্স এর সাইরেন,গগনবিদারী বিলাপ!
আহারে! আরেকজন বুঝি পেল মুক্তির ছাড়পত্র;
হাতড়ে হাতড়ে বুকের বাঁপাশটায় হাত রাখি,
কোথায় দুঃখবোধ?এতোটকুও হৃৎস্পন্দন নেই,
এক.দুই.তিন...... বহুক্ষণ পর টের পাই 
ঢিপঢিপ ঢিপঢিপ আওয়াজ ,সাথে একরাশ স্বস্তি।
অষ্টপ্রহরই ধুঁকে ধুঁকে মরছি, এভাবে আর কতদিন চলবে?

আগামীনিউজ/প্রভাত