Dr. Neem on Daraz
Victory Day

শ্রমীকের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে স্কপের পাঁচ দফা


আগামী নিউজ | বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১, ০৯:৪৮ এএম শ্রমীকের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে স্কপের পাঁচ দফা

বরিশালঃ লকডাউনে শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানিয়েছে বরিশাল শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বৃহস্পতিবার নগরীর ফকিরবাড়ি সড়কে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।

এসময় তারা দাবী জানান- কর্মহীন মানুষের চাল-ডাল, তেল-আলু, চিনি-লবণসহ খাদ্য ও নগদ পাঁচ হাজার টাকা করে দেওয়া, স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু, বিনামূল্যে করোনা পরীক্ষা এবং দেশের সব হাসপাতালে প্রয়োজনীয় সেন্ট্রাল অক্সিজেন শয্যা ও আইসিইউ স্থাপন, শিল্পকারখানায় ঝুঁকি নিয়ে কাজ করা শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা। লিখিত বক্তব্য পাঠ করেন স্কপের বরিশালের সমম্বয়কারী অ্যাডভোকেট এ কে আজাদ।

উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এস এম জাকির হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, জাতীয়বাদী শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, শ্রমিক ফ্রন্টের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।

আগামীনিউজ/জনী