Dr. Neem on Daraz
Victory Day

অনলাইনে হবে নববর্ষ উদযাপন


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ০৯:৫৮ এএম আপডেট: এপ্রিল ৮, ২০২১, ১০:২৮ এএম অনলাইনে হবে নববর্ষ উদযাপন

ঢাকাঃ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছর নববর্ষ উদযাপনের অনুষ্ঠান ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা অনলাইনের মাধ্যমে আয়োজনের নির্দেশনা দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৭ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।

এর আগে গত বছরও করোনা পরিস্থিতির জন্য ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। সেসময় বিভিন্ন সংগঠন ভার্চ্যুয়ালি বর্ষবরণের আয়োজন করে।

আগামীনিউজ/নাসির