Dr. Neem on Daraz
Victory Day

মনে পড়ে তোমায়


আগামী নিউজ | সিবগাতুর রহমান প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৬:০১ পিএম মনে পড়ে তোমায়

মনে পড়ে উনিশশো বিশ মনে পড়ে শুভদিন
মনে পড়ে দুরন্তপনা মনে পড়ে স্বপ্নে বিলীন
মনে পড়ে আটচল্লিশ সাল মনে পড়ে ছাত্রলীগ
মনে পড়ে ঊনপঞ্চাশ মনে পড়ে আওয়ামী লীগ।

মনে পড়ে বাহান্ন সাল মনে পড়ে বাংলা ভাষা
মনে পড়ে চুয়ান্ন সাল মনে পড়ে বাঙালির আশা
মনে পড়ে ছেষট্টি সাল মনে পড়ে মুক্তির সনদ
মনে পড়ে ঊনসত্তর সাল মনে পড়ে অভ্যুত্থান।

মনে পড়ে সত্তর সাল মনে পড়ে জনতার রায়
মনে পড়ে একাত্তর সাল মনে পড়ে উত্তাল মার্চ
মনে পড়ে বঙ্গবন্ধু মনে পড়ে জাতীয় পতাকা
মনে পড়ে রাঙ্গা তর্জনী মনে পড়ে মুক্তির ডাক।

মনে পড়ে মুক্তিযুদ্ধ মনে পড়ে প্রিয় স্বাধীনতা
মনে পড়ে বজ্রমুষ্ঠি মনে পড়ে প্রিয় দেশমাতা
মনে পড়ে বাহাত্তর সাল মনে পড়ে সংবিধান
মনে পড়ে জাতির পিতা মনে পড়ে বিনির্মাণ।

মনে পড়ে পঁচাত্তর সাল মনে পড়ে কালো রাত
মনে পড়ে হৃদয় ভেঙে মনে পড়ে স্বপ্ন নিপাত
মনে পড়ে নিথর দেহ মনে পড়ে কাঁদতে পারিনি
মনে পড়ে কুলাঙ্গারে মনে পড়ে সেরা বেঈমানি।

মনে পড়ে পিশাচের হাসি মনে পড়ে আস্ফালন
মনে পড়ে খুনি গংদের কেক কাটার উদযাপন
ক্ষমা কর জাতির পিতা ক্ষমা কর আজ মোদের
এ জাতি করেছে বিচার সে রাতের বেজন্মাদের।

আগামীনিউজ/নাসির