Dr. Neem on Daraz
Victory Day

টিকা নেয়ার পর করোনায় শিক্ষকের মৃত্যু


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ১, ২০২১, ১২:৫৭ পিএম টিকা নেয়ার পর করোনায় শিক্ষকের মৃত্যু

ঢাকাঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন হাওলাদার (৬০) টিকা নেয়ার ২১দিন পরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার দুপুরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে কলেজ অধ্যক্ষ আবুল বাশার বাদশা জানান, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন হাওলাদার (৬০) কাঠালিয়া সদর ইউনিয়নের জয়খালী গ্রামের বাসিন্দা। মহিউদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ১০ মার্চ বরিশাল জেনারেল হাসপাতালে তিনি করোনার টিকা নেন। টিকা নেয়ার চারদিনের ব্যবধানে তার জ্বর আসে। একই সঙ্গে করোনার উপসর্গও দেখা দেয়। ২৪ মার্চ করোনা টেস্ট করালে ২৫ মার্চ প্রকাশিত রিপোর্টে করোনা পজিটিভ আসে। ক্রমান্বয়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা টিকা নেয়ার ২১দিন পরে মৃত্যু হয়।

আগামীনিউজ/এএইচ