Dr. Neem on Daraz
Victory Day

শনিবার বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নির্বাচন


আগামী নিউজ | মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২১, ০৪:৫০ পিএম শনিবার বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নির্বাচন

যশোরঃ মহামারী করোনার কারণে বন্ধ হওয়া বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির ”ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (৬ মার্চ) অনুষ্ঠিত হবে।

ভোটের দিনক্ষণ ঘোষনার পর থেকেই প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন তারা। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা বন্দর এলাকা।

এবার বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নির্বাচনে দু’টি প্যানেলের ২২ জন প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী অংশ নিয়েছেন। প্যানেল দু’টি হলো : সমমনা পরিষদের ব্যানারে সনি-রিপন পরিষদ ও ঐক্য পরিষদের ব্যানারে রবি-আজিম পরিষদ।

শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেনাপোল বন্দরের ২নং গেটের সামনে অবস্থিত মালিক সমিতির নিজস্ব ভবনে ভোট গ্রহন চলবে। ৫২৭ জন সাধারন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহাদত হোসেন আগামী নিউজকে জানান, গত বছরের ২৮ মার্চ বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তুু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশে ওই সময় নির্বাচন স্থগিত করে দেওয়া হয়। পরবর্তীতে দেশের পরিবেশ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পুনরায় নির্বাচনের তারিখ ৬ মার্চ ঘোষণা করা হয়।

আগামীনিউজ/এএস