Dr. Neem on Daraz
Victory Day

১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে সিঙ্গাপুর


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ১১:১৯ এএম ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে সিঙ্গাপুর

ঢাকাঃ সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সিঙ্গাপুর আমাদের জানিয়েছে, তারা এখান থেকে ১০ হাজার শ্রমিক নেবে।করোনার সময় মধ্যপ্রাচ্যে অনেকে চাকরি হারিয়েছে, তবে নতুন নতুন চাকরির বাজার তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘রোমানিয়ায় আমরা নতুন মিশন খুলেছি এবং সেখান থেকে আমাদের জানিয়েছে, তাদের হালাল খাবার ফ্যাক্টরিতে কিছু লোক নিয়োগ দিতে চায়। সেখানে হয়তো দুই হাজার বাংলাদেশির কর্মসংস্থান হতে পারে।’

সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানোর ব্যাপারে বাংলাদেশ ইতিবাচক দিকে রয়েছে। শ্রমিকদের জন্য সিঙ্গাপুর দূতাবাস দৈনিক ৫০০ ঘণ্টা ওয়ার্ক পারমিট দিচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ।

আগামীনিউজ/সোহেল