Dr. Neem on Daraz
Victory Day

২৪ শে মে খুলছে বিশ্ববিদ্যালয়


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০২:৪১ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৩:৪৮ পিএম ২৪ শে মে খুলছে বিশ্ববিদ্যালয়

ঢাকাঃ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়  হল খুলবে ১৭ মে  এবং শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু হবে। 

সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী অনলাইন ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

করোনার কারণে দীর্ঘ এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এরইমধ্যে বেশ কিছু কারণে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়। যেখানে বারবার হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

এমন পরিস্থিতিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জরুরী সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা করেন তিনি।  

মন্ত্রী জানান, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু হবে এবং হল খুলবে ১৭ মে। এর আগে সকল ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে।

আগামীনিউজ/সোহেল