Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার


আগামী নিউজ | নাহিদ আল মালেক, জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ০৭:৫০ পিএম আপডেট: জানুয়ারি ২১, ২০২১, ০৭:৫৪ পিএম বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

বগুড়াঃ জেলার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামী সোহাগ সরদার (৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সোহাগ বগুড়া সদরের বড় কুমিড়া দক্ষিণপাড়ার রঞ্জু সরদারের ছেলে এবং এডভোকেট শাহীন হত্যা মামলার প্রধান আসামী।

বগুড়া সদর থানার এসআই মুঞ্জুরুল হক ভুঞা জানান, দীর্ঘদিন যাবত সোহাগ পলাতক ছিলো। ২০২০ সালের ৩০ জানুয়ারি সোহাগসহ ১৪ জনের নামে ওই হত্যা মামলার চার্জশীট প্রদান করেছিলেন তদন্তকারী কর্মকর্তা।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, গ্রেপ্তারের পর হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী সোহাগকে আদালতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ এপ্রিল রাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী এডভোকেট মাহবুব আলম শাহীন (৪৮) কে। পরদিন তার স্ত্রী বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আগামীনিউজ/নাসির