Dr. Neem on Daraz
Victory Day

গ্রামের সরু রাস্তায় ৩ চাকার ‘গ্রামীণ অ্যাম্বুলেন্স’


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১, ১১:৫২ এএম গ্রামের সরু রাস্তায় ৩ চাকার ‘গ্রামীণ অ্যাম্বুলেন্স’

মানিকগঞ্জঃ জেলার সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, ‘যেকোনও ইউনিয়ন থেকে ফোন করলেই এই গ্রামীণ অ্যাম্বুলেন্সের সার্ভিস পাওয়া যাবে’

মানিকগঞ্জের অনেক ইউনিয়নের রাস্তাঘাট সরু হওয়ার কারণে অসুস্থ রোগী বিশেষ করে প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়া কষ্টকর। এই বিষয়টি অনুধাবন করে স্বাস্থ্যসেবার মান তৃণমূল পৌছে দেওয়ার লক্ষ্যে সিএজি চালিত তিনচাকার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুইটি অ্যাম্বুলেন্স কেনা হয়েছে। গ্রামীণ সরু রাস্তায় চলবে বলে নাম রাখা হয়েছে “গ্রামীণ অ্যাম্বুলেন্স”।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, “তখন সদ্যই যোগদান করেছি সাটুরিয়া উপজেলার ইউএনও হিসেবে। ঢাকার কাছের উপজেলা হিসেবে কল্পনায় যতটা উন্নত হিসেবে উপজেলাকে কল্পনা করেছিলাম বাস্তবে সেরকম দেখিনি। বিশেষ করে ইউনিয়নগুলো থেকে উপজেলার যোগাযোগ ব্যবস্থা কিছুটা পিছিয়ে পড়া মনে হয়েছে রাস্তাগুলোও সরু। তখনই চিন্তা হচ্ছিল এসব জায়গা থেকে মানুষ কীভাবে অসুস্থ রোগীকে বিশেষ করে প্রসূতি মায়েদের হাসপাতালে নেবে। এরকম একটা সমস্যা থেকেই মাথায় ভাবনা কাজ করছিল কীভাবে আরেকটু সহজভাবে এরকম দূরবর্তী জায়গা থেকে রোগীদের বিশেষ করে প্রসুতি মায়েদের জন্য চিকিৎসা সেবাপ্রাপ্তি আরো সহজ করা যায়।”

তিনি জানান, প্রথমদিকে সিএনজি ইঞ্জিনের সাথে কাস্টমাইজড বডি দিয়ে অ্যাম্বুলেন্স বানানোর জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়। তবে কোথাও কোনও সাড়া না পেয়ে উত্তরা মটর্সের সাথে যোগাযোগ করলে তারা রাজি হয় এমন সিএজি চালিত তিন চাকার অ্যাম্বুলেন্স দিতে। এই কাজটি বাস্তবায়ন করতে মানিকগঞ্জ-৩ আসনের এমপি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও জেলা প্রশাসক এসএম ফেরদৌসের অনুপ্রেরণা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, উপজেলার যেকোনও ইউনিয়ন থেকে ফোন করলেই এই গ্রামীণ অ্যাম্বুলেন্সের সার্ভিস নিতে পারবে। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিতে ৪০০ টাকা ও মানিকগঞ্জ সদর হাসপাতালে নিতে ৬০০ টাকা খরচ পড়বে।

আগামীনিউজ/এএস