Dr. Neem on Daraz
Victory Day

বালিয়াকান্দিতে শীতবস্ত্র ও স্বাস্থ্যসামগ্রী দিলেন ড. শেখ মহ: রেজাউল


আগামী নিউজ | অনিক সিকদার প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১, ০৭:১৯ পিএম বালিয়াকান্দিতে শীতবস্ত্র ও স্বাস্থ্যসামগ্রী দিলেন ড. শেখ মহ: রেজাউল

রাজবাড়ীঃ করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার স্বাস্থ্য উপকরণ ও শীতবস্ত্র পেল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের প্রায় চার শতাধিক শীতার্ত দরিদ্র ও এতিম শিশুরা।

শুক্রবার বিকালে নারুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী উপকারভোগীদের মাঝে তুলে দেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মহ: রেজাউল ইসলাম।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুর জব্বার , বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, থানা অফিসার ইনচার্জ ( ওসি) তারিকুজ্জামান,  সহকারি কমিশনার ( ভূমি) এস এম আবু দারদা, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমূখ।

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর মধ্যে ছিল কম্বল, মাস্ক ও সাবান।

উপহার বিতরণ শেষে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মহ: রেজাউল ইসলাম গড়াই নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং নদী ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রদান করেন।

আগামীনিউজ/এএস