Dr. Neem on Daraz
Victory Day

ভারতে বিষাক্ত মদ পানে ২০ জনের মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১, ০৩:১৬ পিএম ভারতে বিষাক্ত মদ পানে ২০ জনের মৃত্যু

ঢাকাঃ ভারতের মধ্যপ্রদেশে বিষাক্ত মদ খেয়ে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন মরেনা জেলার মনপুর ও পাহাওয়ালি গ্রামের অসংখ্য বাসিন্দা। তাদেরকে পর পর হাসপাতলে নেয়া হলে ১১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মঙ্গল ও বুধবারে ফের বিষাক্ত মদে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী।

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, মরেনা জেলার ঘটনা অত্যন্ত দুৰ্ভাগ্যজনক। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কাজে গাফিলতির অভিযোগে জেলার আবগারি অফিসারসহ ৪ জনকে সাসপেন্ড করা হয়েছে। বুধবার সকালেই শীর্ষ অফিসারদের সঙ্গে উচ্চর পর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তবে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অক্টোবরেও উজ্জয়নীতে বিষাক্ত মদ খেয়ে ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। ফলে ৩ মাসের মধ্যে ফের একই ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা শুরু করেছেন বিরোধীরা।

আগামীনিউজ/এএইচ