Dr. Neem on Daraz
Victory Day

শনাক্ত ৯ কোটি ২০ লাখ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১, ১২:২১ পিএম শনাক্ত ৯ কোটি ২০ লাখ

ঢাকাঃ বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনার তাণ্ডব চলছে এখনো। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২০ লাখ ৯ হাজার ৭১৩ জন। এছাড়া করোনায় মারা গেছেন ১৯ লাখ ৭০ হাজার ৯৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৭৯৭ জন।

আজ বুধবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।

এদিকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৫৯৯ জন।

আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৮১৬ জন। এর মধ্যে ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জনের মৃত্যু হয়েছে।

আগামীনিউজ/এএইচ