Dr. Neem on Daraz
Victory Day

নিরাপত্তায় ‘গান ম্যান’ পেলেন সাকিব!


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০, ০৫:১৪ পিএম আপডেট: নভেম্বর ১৮, ২০২০, ০৫:১৬ পিএম নিরাপত্তায় ‘গান ম্যান’ পেলেন সাকিব!

ঢাকাঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিরাপত্তা জোরদারে একজন সার্বক্ষণিক সশস্ত্র নিরাপত্তারক্ষী ‘গান ম্যান’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সোশ্যাল মিডিয়ায় এ ক্রিকেটার হত্যার হুমকি পাওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিল বিসিবি।

আজ বুধবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে সাকিবের নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী।

ফেসবুক লাইভে মহসিন তালুকদার নামের এক যুবক সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন। এর পরদিন তাকে আটক করে র‍্যাব।

দেশসেরা ক্রিকেটারের নিরাপত্তায় ক্রিকেট বোর্ড সচেতন উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাহী বলেন, অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এমন বিষয় কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। সরকারের সংশ্লিষ্ট সংস্থাদের বলেছি। আপনারা দেখেছেন, তারাও যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করেছেন।

সশস্ত্র নিরাপত্তারক্ষী এখন থেকে বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে থাকবেন। বাইরে চলাফেরা এবং স্টেডিয়ামে আসা-যাওয়ার সময় সাকিবের নিরাপত্তায় থাকবেন তিনি।

আগামীনিউজ/এএইচ