Dr. Neem on Daraz
Victory Day
জাতীয়করণের দাবিতে

তিতুমীর কলেজে মানববন্ধন


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০, ১২:৩২ পিএম তিতুমীর কলেজে মানববন্ধন

ঢাকাঃ সরকারি কলেজের মাস্টাররোল কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজের কর্মচারীরা। শনিবার (১১অক্টোবর) সকালে কলেজের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে কয়েক দফা দাবি তোলেন তারা। 

মানববন্ধনে বক্তারা বলেন, অস্থায়ী কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। করোনা মহামারীতে আমরা অনেক কষ্টে জীবন যাপন করছি। ৬-৭ হাজার টাকায় জীবন চলে না। বাজারে গেলে ৫'শ টাকার নিচে বাজার করা যায় না। 

কর্মচারীদের দাবিগুলো হলো, সরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগের দিন হতে চাকরি জাতীয়করণ করতে হবে, জাতীয়করণের পূর্বে পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান, চলমান কর্মচারীর চাকরি সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখতে হবে, নতুন পদ সৃষ্টি করে কর্মচারীদের স্ব স্ব পদে নিয়োগ, কর্মরতদের নিয়োগের ক্ষেত্রে বয়সের কোন উর্ধ্বসীমা করা যাবে না। 

দাবি না মানলে আরো কঠিন কর্মসূচির ডাক দিবেন বলে মানববন্ধন থেকে জানান কর্মচারীরা।

আগামীনিউজ/আশা