Dr. Neem on Daraz
Victory Day
কবিতা

‍‍`বিশ্বব্যাপী বঙ্গবন্ধু‍‍`


আগামী নিউজ | বি,এম, লিটন মাহমুদ প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০, ১২:৫৭ পিএম আপডেট: অক্টোবর ১৫, ২০২০, ১২:৫৯ পিএম ‍‍`বিশ্বব্যাপী বঙ্গবন্ধু‍‍`

বিশ্বব্যাপী বঙ্গবন্ধু

 বি,এম, লিটন মাহমুদ

 

   শতকাল আগে

টুঙ্গিপাড়ায় জন্মেছিল যে বীর।

কালের গর্ভে হারিয়ে গেল একশত বছর

তবুও জম্ন নেবে সেই পুরুষ

বহু বছর বহুকাল বার বার অফুরন্ত সময়।

বাংলার আকাশে বাতাসে

বার বার ফিরে আসে বঙ্গবন্ধু

সাম্যবাদের শান্তির দূত

গ্রেনেট বোমাও গুলি দিয়ে 

যার ইতিহাস যাবে না মারা।

শহর থেকে লোকালয় দেশহতে দেশান্তরে

যে মহীয়ান

সে ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

মাঠের কৃষক কলের শ্রমিক জলের জেলে

ছাত্র শিক্ষক চাকুরীজিবী

সকলেরই বঙ্গবন্ধু বিশ্ব ব্যাপী।