Dr. Neem on Daraz
Victory Day
ইকো- ভিলেজ উন্নয়ন মডেলঃ মিশন ২

পরিবেশ সম্মত গ্রাম গঠন


আগামী নিউজ | ড.নিম হাকিম প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০, ০৩:০৩ পিএম আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২০, ১২:০৬ পিএম পরিবেশ সম্মত গ্রাম গঠন

১। স্বাস্থ্য কার্যক্রমঃ

লক্ষ্যঃ 

- গ্রামের প্রতিটি পরিবার এবং গ্রামটি স্বাস্থ্য সম্মত হবে।

- উদ্বুদ্ধকরণ ও সচেতনায়ন।

- ছবি প্রদর্শন।

- প্রশিক্ষণ।

- সভা।

- পরামর্শ।

- পরিবার ও পরিকল্পনা সম্পর্কে সচেতনায়ন।

- রোগ প্রতিরোধ এবং প্রতিকারমূলক কর্মসূচী গ্রহণ।

- স্বাস্থ্য সেবা প্রদানকারী অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন।

- প্রাথমিক চিকিৎসা প্রদান ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ।

- প্রক্ষালণ সুবিধা প্রদানের জন্য লেট্রিন তৈরি, বিক্রি এবং সরব্রাহ করা।

- বসত বাড়িতে সবজি চাষের প্রশিক্ষণ, সবজি চাষে  উদ্বুদ্ধকরণসহ সহায়তা প্রদান।

- ভেষজ চাষের প্রশিক্ষণ।

২। পরিবেশ সম্মত কৃষিঃ

লক্ষ্যঃ

- গ্রামের সবাই পরিবেশ সম্মত গ্রাম গঠনে উদ্বুদ্ধ হবে।

ক) ব্যাপক প্রচারণা কার্যতর (সভা, সমিতি, র‍্যালী, পোস্টার বিতরণ, ছবি প্রদর্শন)

খ) রাসায়নিক সার ও কীটনাশক এবং শিল্প বর্জ্য পদার্থের ক্ষতিকারক দিকের উপর সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করা।

গ) সামাজিক বনায়নঃ নার্সারি / চারা বিতরণ ইত্যাদী।

ঘ) দেশীয় প্রযুক্তির ব্যবহার।

ঙ) চেকলিষ্ট প্রণয়ন ( পরিবেশ সহায়ক এবং পরিবেশ ক্ষতি করে)।

চ)  সচেতনায়ন।

৩। পরিবেশ সম্মত ব্যবহার  উপযোগী উপকরণ তৈরী কার্যক্রমঃ

লক্ষ্যঃ

- গ্রামে পরিবেশ সম্মত উপকরণ তৈরী, ব্যবহার ও বিক্র্য করতে হবে।

ক) পাট, বাঁশ, বেত, মাটির জিনিস তৈরী ও এ সব সামগ্রী ব্যবহারে উদ্বুদ্ধকরণ।

খ) সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ।

গ) পরিবেশ সম্মতভাবে উৎপাদিত দ্রব্যের প্রদর্শনীর ব্যবস্থা এবং বিক্রয়।

৪। পরিবেশ প্রচারণা ও নেটওয়ার্ক কার্যক্রমঃ

লক্ষ্যঃ

-গ্রামটিকে পরিবেশ সম্মত করার লক্ষ্যে সমমনা অন্যান্য সংগঠনের সাথে নেটওয়ার্ক গড়ে উঠবে।

ক) সমমনা সংগঠনের সাথে সভা, সমিতি, সেমিনার আয়োজন

খ) সংশ্লিষ্ট সংগঠনের তৈরী উৎপাদিত দ্রব্যের এবং প্রযুক্তির আদান প্রদান।

গ) পরিবেশ সম্মতভাবে উৎপাদিত দ্রব্যের প্রদর্শনীর ব্যবস্থা।

ঘ) লিফলেট, পুস্তিকা প্রণয়ণ ও বিক্রয়।

ঙ) গণসংগীত, জারী-সারি ও নাটিকা।

চ) দেশী- বিদেশী সংস্থার সাথে যোগাযোগ করা।

৫। পরিবেশ দূষণ রোধ কার্যক্রমঃ

লক্ষ্যঃ

- গ্রামের পরিবেশ দূষণ রোধ করতে হবে।

- পলিথিন ব্যাগের বিকল্প তৈরী।

- ময়লা আবর্জনা ইত্যাদিকে পরিবেশ সম্মতভাবে কাজে লাগানো।

- সচেতনায়ন।

- বাস্তবায়ন।

৬।পরিবেশ সম্মত গ্রাম কার্যক্রম চেকলিষ্টঃ

লক্ষ্যঃ

- চেকলিষ্ট (তালিকা) প্রণয়ন।

- প্রশিক্ষণ।

- নাটক।

- ছবি বা বায়োস্কোপ।

- গ্রাম সভা।

- পাড়া ভিত্তিক দল গঠন।

- স্বেচ্ছাসেবী দল গঠন ও প্রশিক্ষণ।

- মৌমাছি চাষের উপকরণ সরবরাহ।

- পাখি ও ইকো চেইনের সাথে সম্পৃক্ত কীট পতঙ্গ ও জীবজন্তু সংরক্ষণ।

- উদ্ভিদ সংরক্ষণ ও বনায়ন।

- সভা, সমিতি, সেমিনার ও ওয়ার্কশপ সম্পাদন।