Dr. Neem on Daraz
Victory Day

বালিয়াকান্দির চন্দনা নদীর খননকৃত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ


আগামী নিউজ | বালিয়াকান্দি (রাজবাড়ী)প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২০, ০৯:৫৩ পিএম বালিয়াকান্দির চন্দনা নদীর খননকৃত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

“ মাছ উৎপাদন বৃদ্ধি করি-সুখী সমৃদ্ধ দেশ গড়ি ” এই শ্লোগানকে সামনে রেখে ও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চর-আড়কান্দি মরা চন্দনা নদীর খননকৃত জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

রোববার বেলা ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মরা চন্দনা নদীর খননকৃত জলাশয়ে ২টি প্রদর্শনীতে ২৮০ কেজি কার্প মিশ্র মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, বালিয়াকান্দি উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদত ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রবিউল হক, ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিন ও ইমরান মোল্লাসহ লিফ এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে মরা চন্দনা নদীর খননকৃত জলাশয়ের ২টি প্রদর্শনীর খামারীদের মধ্যে পিলেট কার্প মাছের খাদ্য বিতরণ