Dr. Neem on Daraz
Victory Day

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৫, ২০২০, ০৭:৪৭ পিএম আপডেট: জুলাই ২৫, ২০২০, ০৭:৫৯ পিএম জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। 


শনিবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে ৪ শত ঔষধী বৃক্ষের চারা বিতরণ করা হয়। পাকুন্দিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্নার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান।

এ সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আপনারা গাছের যত্ন নিবেন। বেশি বেশি গাছ লাগাবেন।

সংগঠনের সভাপতি জান্নাতুল ফেরদৌস পান্না বলেন, বর্তমান সরকার সারাদেশে গাছ লাগানোর উপর জোর দিয়েছেন। আমাদের চারপাশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। আসুন আমরা প্রত‍‍্যেকেই গাছ লাগাই। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে ভূমিকা রাখি।


এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খালেদা আক্তার কল্পনা, সহ সভাপতি রিক্তা আক্তার, সহ সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার, উম্মে হাবিবা অমি, পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী কবি গোলাপ আমিন, ক্রীড়া সম্পাদক তানজুম আরা জান্নাত,  চরফরাদী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসমা আক্তারসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।

 

আগামীনিউজ/এএস