Dr. Neem on Daraz
Victory Day

সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুলাই ১৯, ২০২০, ০৩:০২ পিএম সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

ঢাকা: তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের নামে ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার রোববার সাংবাদিকদের একথা বলেন।

তিনি আরো বলেন, অ্যাক্রেডিটেশন কার্ডের নীতিমালায় বলা আছে, কেউ যদি অপরাধমূলক কাজে জড়িত থাকেন, তাহলে কার্ড বাতিল হয়ে যাবে। প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন অপরাধমূলক কাজে সাহেদ করিমের জড়িত থাকার প্রমাণ পেয়েছে। এ অবস্থায় নীতিমালা অনুযায়ী তার নামে ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

করোনা পরীক্ষার ভুয়া সনদ দেওয়াসহ বিভিন্ন প্রতারণার মামলায় গ্রেফতার সাহেদ (মোহাম্মদ সাহেদ) ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নতুন কাগজের প্রকাশক ও সম্পাদক হিসেবে কার্ড নিয়েছিলেন।

সর্বশেষ তার কার্ড ইস্যু হয় গত বছরের ডিসেম্বরে। কার্ড নং-৬৮৪৫, কার্ডের মেয়াদ চলতি বছরের ২ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।

আগামীনিউজ/এসএআই/এমআর