Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে রয়েছে অপরুপ সৌন্দয বিশিষ্ট বাঁধ 


আগামী নিউজ | ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রকাশিত: জুন ৩০, ২০২০, ০৩:৪৭ পিএম আপডেট: জুন ৩০, ২০২০, ০৪:১৪ পিএম ঠাকুরগাঁওয়ে রয়েছে অপরুপ সৌন্দয বিশিষ্ট বাঁধ 

ঠাকুরগাঁও জেলা শহর থেকে প্রায় ১৫-১৮ কিলোমিটার উত্তরে দেবীপুর ইউনিয়নে স্থাপিত দর্শনীয় একটি বাঁধ রয়েছে, এর নাম নাম ভুল্লিবাঁধ। এটি অনেক বছর আগে নির্মিত হলেও এলাকার বাইরে এর পরিচিতি পায় গত ৪/৫ বছর থেকে।

বছরের অন্যান্য সময় বাঁধটি একেবারে পানিশূণ্য থাকে। শুধুমাত্র বর্ষাকালে নিজের যৌবন ফিরে পায় বাঁধটি। আর তাইতো জেলা ও জেলার বাইরের ভ্রমণ পিয়াসুরা প্রতি বছরের বর্ষায় বাঁধটিতে ভিড় জমায়।

বাঁধের সামনের অংশে পানির কয়েকটি স্তর থাকায় সেখানে শিশু কিশোরসহ যে কোন বয়সের সাঁতার না জানা মানুষই অনায়াসে নিরাপদে গোসল করতে পারে। ফলে জেলার বিভিন্ন এলাকার অনেকেই এখানে দর্শনের পাশাপাশি গোসল করতেও আসেন। অনেকেইে আবার এখনে মাছও ধরেন। যারা এখনও অপার সৌন্দর্যময় বাঁধটি নিজের চোখে দেখেননি তারা সময় করে একটিবারের জন্য হলেও এখানে এসে চোখের ও মনের ক্ষুধা নিবারণ করে নিতে পারেন।

আগামীনিউজ/শামসুল/জেএস/ এম জামান