Dr. Neem on Daraz
Victory Day

ময়ূর-২ লঞ্চের মাস্টারকে আসামীকরে মেরিন কোর্টে মামলা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩০, ২০২০, ০২:২৯ পিএম আপডেট: জুন ৩০, ২০২০, ০২:৩০ পিএম ময়ূর-২ লঞ্চের মাস্টারকে আসামীকরে মেরিন কোর্টে মামলা

ঢাকা : বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এমভি ময়ূর-২ লঞ্চের মাস্টারের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা দায়ের করেছেন সদরঘাটে নৌপরিবহন অধিদফতরেরদায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর হাবিবুর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় নৌপরিবহন অধিদফতরের মেরিন কোর্টে এ মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মূখ্য পরিদর্শক শফিকুর রহমান।

এর আগে সদরঘাট নৌ পুলিশের একজন এসআই বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে মামলা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুর্ঘটনার সময় ‘ময়ূর-২’ লঞ্চটি মূল মাস্টার নয়, একজন শিক্ষানবিশ চালাচ্ছিলেন। লঞ্চের কোনো ত্রুটি নয়, মাস্টারের ভুলেই এ দুর্ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, সোমবার (২৯ জুন) সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে মর্নিং বার্ড লঞ্চটি। সদরঘাটে ভেড়ানোর আগ চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দিলে সেটি ডুবে যায়। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আগামীনিউজ/ টিআইএস