Dr. Neem on Daraz
Victory Day

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে আজ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৩০, ২০২০, ১১:০৬ এএম আপডেট: জুন ৩০, ২০২০, ১১:০৭ এএম ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে আজ

ঢাকা : ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পারে আজ (৩০ জুন)।  এ জন্য আজ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জরুরি সভা ডাকা হয়েছে। ইতোমধ্যে ফল তৈরির সকল কাজ সম্পন্ন হয়েছে। আজকের সভায় অনুমোদন হলে বিকেলে এ ফলাফল প্রকাশ করা হতে পারে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার (৩০ জুন) ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার চেষ্টা চলছে। এ জন্য বিকেল ৩টায় পিএসসি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। সভায় চেয়ারম্যান স্যারের সভাপতিতে পিএসসির সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

তিনি আরও বলেন, সভায় ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন হলে এদিন (৩০ জুন) বিকেলের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হবে। প্রার্থীরা তাদের ফল পিএসএসির ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।

৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এতে মোট পদের সংখ্যা হচ্ছে ২ হাজার ১৬০।

আগামীনিউজ/মনির