Dr. Neem on Daraz
Victory Day

কিশোরগঞ্জে করোনা আক্রান্তদের উন্নত চিকিৎসায় অত্যাধুনিক মেশিন স্থাপন


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২০, ১০:১৮ এএম কিশোরগঞ্জে করোনা আক্রান্তদের উন্নত চিকিৎসায় অত্যাধুনিক মেশিন স্থাপন

কিশোরগঞ্জে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্ত রোগীর তালিকা। এমন অবস্থায় করোনা আক্রান্তদের উন্নত চিকিৎসা সেবায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছে চারটি হাই ফ্লো নেজাল ক‌্যানুলা মেশিন।

সোমবার (২৯ জুন) সন্ধ‌্যায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জেলা করোনা কমিটির সভায় এই মেশিনটির কর্মক্ষমতার যৌক্তিকতা তুলে ধরা হয়। পরে কমিটির অনুমোদন সাপেক্ষে ১৫ লাখ টাকা দিয়ে চারটি হাই ফ্লো নেজাল ক‌্যানুলা মেশিন স্থাপন করা হয়।

প্রসঙ্গত, জেলায় এখন পর্যন্ত করোনা মোট শনাক্ত এক হাজার ৪০৭ জন। তাদের মধ্যে আক্রান্ত ২৪ জনের মৃত‌্যু হয়েছে। অন‌্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৭৪৩ জন। 

আগামীনিউজ/জেএস