Dr. Neem on Daraz
Victory Day

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র বাকি শুটিং হতে পারে আগস্টে 


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ৩০, ২০২০, ০৯:৩৯ এএম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র বাকি শুটিং হতে পারে আগস্টে 

গত ১৪ মার্চ থেকে লঞ্চের মধ্যে শুটিং চলে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির। খুলনার বিভিন্ন অঞ্চলে চলে শুটিং প্রযোজক সমিতিসহ অন্যান্যদের অনুরোধে গত ৬ এপ্রিল ঢাকা ফিরেন পরিচালক আবু রায়হান জুয়েল। এখনও ছবির কিছু অংশের শুটিং বাকি। 

আবু রায়হান জুয়েল বলেন, ‘আমাদের মোট ৬-৮ দিনের শুটিং বাকি। এর মধ্যে খুলনায় করতে হবে ৪-৫ দিন। বাকিটা ঢাকায় করবো। তা হলেই ছবির শুটিং শেষ হয়ে যাবে।’তিনি আরোও বলেন ‘করোনাভাইরাসের কারণে তো অনেক কিছুই আটকে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ইচ্ছে আছে আগামী আগস্ট মাসের ২০ তারিখ থেকে বাকি শুটিং করে ফেলার।’

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন পরীমনি ও সিয়াম আহমেদ।

গত ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র মহরত অনুষ্ঠিত হয়।

আগামীনিউজ/জেএস