Dr. Neem on Daraz
Victory Day

এলিট ইউটোপিয়া


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০২০, ০৭:০৮ পিএম এলিট ইউটোপিয়া

এলিট ইউটোপিয়া
মেহেদী হোসেন শৈবাল
……………………………………

যা হবার হয়ে গেছে
যা না হবার
তাও গেছে হয়ে
তবু গতির মন্থর হতে
যেটুকু সময় লাগে
অথচ তাই সুদীর্ঘ লাগে
ব্যক্তি, গোষ্ঠীর পরিধীর কাছে
অদৃশ্যে ক্রীড়ানক
এলিট ইউটোপিয়া হাসে

যে আঘাত হানিবার
হানা হয়ে গেছে
হাত রাখিয়া
ঠাহর করিতে পারি নাই ক্ষত
প্রেরিত চশমায়
ক্ষুদ্ররে দেখিয়াছি বৃহৎ
সহজরে ভাবিয়াছি দূর্বোধ্য তত
ধ্বনিত সুরে রাখিয়া কান
ভাসিয়েছি সোপান
যে আঘাত হানিবার
হানা হয়ে গেছে
কিছু বুঝিবার আগে
দূর হতে ভাসে লালনের গান
‘’এখন আর কাঁদলে কি হবে’’

শেয়ার লুটের আগে
যেভাবে বাড়ে দাম
তারপর লুটেরারা
ঝোপ বুঝে মারে টান
তেমনি ভয়কে পুঞ্জিভূত করে
নিভৃতে বলি হোল কিছু প্রাণ
তাতে কি
হওয়া গেল ধনবান
লুটেরারা লুট করে
নিয়ে গেল ঠিকই দান
তবু আছে বাকি কিছু দান
অস্ত্র হইতেছে শান
অদুরে যুদ্ধযান ভাসে
অদৃশ্যে ক্রীড়ানক
এলিট ইউটোপিয়া হাসে

আওয়াজ এসেছিল কাঁদো
কেঁদেছিলাম
আওয়াজ এসেছিল হাসো
হেসেছিলাম
কিছু আওয়াজ ভেসেছিল
তাকে স্তব্ধও করা হোল আগেই
তারপর আওয়াজ না আসিলেও
হেসে কেঁদে লুটোপটি খেয়ে
শব্দ যুদ্ধে মেতেছি যে কত
অন্ধ পুতুল হয়ে
জেনে না জেনে নেচে
কলতালে মেতেছিনা কত
যে আঘাত হানিবার
হানা হয়ে গেছে
কিছু বুঝিবার আগে
অদৃশ্যে ক্রীড়ানক
এলিট ইউটোপিয়া হাসে

বলিবেন মশাই
যা ঘটছে যা হচ্ছে
তাকি না দেখেন
আমি বলি দেখিয়াছি
ঠাহর করিতে পারি নাই ক্ষত
প্রেরিত চশমায়
ক্ষুদ্ররে দেখিয়াছি বৃহৎ
সহজরে ভাবিয়াছি দূর্বোধ্য যত
মাঝপথে চশমা ভাঙ্গিয়া তাই
সদৃশ দেখিতে পারিনা আর তত

অদৃশ্যে ক্রীড়ানক
এলিট ইউটোপিয়া হাসে
সারি সারি থরে থরে
সাজানো চুমুকের গ্লাসে
ঠোকা ঠুকি শব্দে
হেইল হিটলার
থুক্কু
হেইল করোনা'র
আওয়াজ ভাসে !

আগামীনিউজ/জেএস