Dr. Neem on Daraz
Victory Day

সাফারি পার্কে ২ পরিবারে নতুন অতিথি


আগামী নিউজ | গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মে ২৯, ২০২০, ১০:০৩ এএম সাফারি পার্কে ২ পরিবারে নতুন অতিথি

গাজীপুর: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ রয়েছে গাজীপুরের অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। দর্শনার্থী ছাড়া প্রাণহীন সাফারি পার্কে প্রাণ ফিরিয়ে এনেছে পার্কের কোর সাফারিতে থাকা জেব্রা।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে জেব্রা পরিবারে নতুন শাবক জন্ম নিয়েছে। এর আগে গত ১৮ মে আফ্রিকান তৃণভোজী প্রাণী কমন ইল্যান্ডের ঘরে আসে নতুন অতিথি। জন্মের পর বাচ্চাগুলো মায়ের সঙ্গে পার্কের ভেতর বন্য পরিবেশে বিচরণ করছে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জন্ম নেওয়া কমন ইল্যান্ডের বাচ্চাটি পুরুষ। জেব্রাশাবকের লিঙ্গ নির্ণয় করা যায়নি। নিরাপত্তার জন্য এরা কিছুটা নির্জন স্থানে নবজাতককে নিয়ে অবস্থান করে। তাদের দিনের বিভিন্ন সময় বনের ফাঁকফোকরে দেখা যায়। এর আগে পার্কে ৭টি পুরুষ ও ১১টি নারী জেব্রা ছিল। কমন ইল্যান্ড ছিল দুটি।

এ প্রসঙ্গে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, জন্মের পরই আমাদের নজরে আসে শাবক দুটি। কিছুক্ষণ পরপর মায়ের দুধ পান করছে শাবকগুলো। আমরা মা ও শাবকদের দিকে আলাদা নজর রাখছি। শাবক দুটি সুস্থ আছে। 

আগামীনিউজ/মিজান