Dr. Neem on Daraz
Victory Day
বৈশ্বিক মহামারি করোনা 

মৃত্যু ৩ লাখ ৫৭ হাজার ছাড়াল, সুস্থ ২৫ লাখ মানুষ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২৮, ২০২০, ০৯:৫০ এএম মৃত্যু ৩ লাখ ৫৭ হাজার ছাড়াল, সুস্থ ২৫ লাখ মানুষ

ঢাকা: টানা তিন দিন সাতশোর নিচে মৃত্যুর সংখ্যা থাকলেও মাহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ।

এদিকে, পুরো বিশ্বে মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন প্রায় ৫৮ লাখ মানুষ। এ সব কিছুর মধ্যে ইতিবাচক খবর হচ্ছে ইতিমধ্যে প্রায় ২৫ লাখ মানুষ করোনামুক্ত হয়েছেন।

বিশ্বব্যাপী করোনার প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, স্থানীয় সময় বুধবার (২৭ মে) সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩ লাখ ৫৭ হাজার ৪০০ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৫৭ লাখ ৮৮ হাজার ৭৩ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২৮ লাখ ৮০ হাজার ৫৫৮ জন চিকিৎসাধীন এবং ৫২ হাজার ৯৭৫ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে করোনার আরেক হটস্পট ব্রাজিল ৪ লাখ ছাড়িয়েছে। তৃতীয়স্থানে আছে রাশিয়া ৩ লাখ ৭০ হাজার; চতুর্থস্থানে যুক্তরাজ্য, ২ লাখ ৬৮ হাজার। দুই লাখ ৩৬ হাজার আক্রান্ত নিয়ে পঞ্চমস্থানে আছে স্পেন। পাঁচ হাজার কম আক্রান্ত নিয়ে ষষ্ঠস্থানে ইতালি।

মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৩৭ হাজার ৫০০ ছাড়িয়েছে। ৩৩ হাজার মৃত্যু নিয়ে তৃতীয়স্থানে আছে ইতালি। আড়াই হাজার কম মৃত্যু নিয়ে চতুর্থস্থানে আছে ফ্রান্স। স্পেন আছে পঞ্চমস্থানে, ২৭ হাজার মৃত্যু। সাড়ে ২৫ হাজার মৃত্যু নিয়ে ষষ্ঠস্থানে আছে ব্রাজিল।

করোনায় আক্রান্ত-মৃত্যু দুটোই বেড়েছে ভারতে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার; মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৪ জন।

বুধবার (২৭ মে) পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত ৩৬ হাজার ২৯২ জন। মৃত্যু হয়েছে ৫৪৪ জনের।

আগামীনিউজ/মিজান