Dr. Neem on Daraz
Victory Day

কৃষকদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে হবে


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২০, ০৪:০৪ এএম কৃষকদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে হবে

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেছেন, করোনার সংকটের মধ্যেই আম্ফানের আঘাত আমাদের অভ্যন্তরীণ অর্থনীতির জন্য বড় ধাক্কা। এতে দেশের কৃষিখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে উপকূলীয় ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষিখাত লন্ডভন্ড হয়ে গেছে। ঘরবাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। এখন সবার আগে খাদ্য নিরাপত্তার কথা ভেবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে হবে। তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি একথা বলেন।

 তিনি বলেন, যেসব কৃষক ব্যাংক ঋণের আওতায় আছে তাদের নতুন করে ঋণ দিতে হবে। যারা ঋণের আওতায় নেই তাদেরও ঋণের আওতায় আনা জরুরি। নতুন করে ফসল বোনায় সহায়তা দিতে হবে। যাদের মাছের ঘের নষ্ট হয়েছে বা পানের বরজ নষ্ট হয়েছে, তাদের মাছের পোনা, সার, বীজসহ অন্যান্য উপকরণ দিয়ে সহায়তা করতে হবে। এক কথায় যার যা ক্ষতি হয়েছে সেটা খুব দ্রুত নিরূপণ করে ক্ষতি পুুষিয়ে দিতে উদ্যোগ নিতে হবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

আগামীনিউজ/বিজয়