Dr. Neem on Daraz
Victory Day

২৮৫০ কেজি চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৮, ২০২০, ০২:৪৭ পিএম ২৮৫০ কেজি চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

ঢাকা: পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় দশমিনার হতদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আব্দুল হাই শিকদারের বিরুদ্ধে ২৮৫০ কেজি চাল আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। 

সোমবার (১৮ মে) দুদকের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।        

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে গতকাল (১৭-০৫-২০২০) উক্ত কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আরিফ হোসেন বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দশমিনার হতদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আব্দুল হাই শিকদারকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, দশমিনা ইউনিয়ন পরিষদ, দশমিনার ৮নং ওর্য়াড ও  ৯নং ওয়ার্ডের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার  হিসেবে হতদরিদ্রের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচিরর আওতায় সুবিধাভোগী ১৯ জন কার্ডধারীর অনুকূলে  ২০১৯ সালের মার্চ-এপ্রিল, সেপ্টেম্বর-নভেম্বর ৫ মাসের এবং ২০২০ সালের মার্চ-এপ্রিল ২ মাসেরসহ মোট ৭ মাসের মোট ২৮৫০ কেজি  চাউল হতদরিদ্রের মাঝে (যার সরকারী মূল্য ১,২৩,৯৩৭.৯৫ টাকা) বিতরণ না করে আত্মসাৎ করা হয়। 

আগামীনিউজ/তরিকুল/মিজান