Dr. Neem on Daraz
Victory Day

মাস্ক পরা বাধ্যতামূলক, না মানলেই ৩ বছরের কারাদণ্ড


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২০, ০৩:১৩ পিএম আপডেট: মে ১৭, ২০২০, ০৩:৩৫ পিএম মাস্ক পরা বাধ্যতামূলক, না মানলেই ৩ বছরের কারাদণ্ড

ঢাকা: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার প্রাদুর্ভাব রোধে বহু দেশে ঘরের বাইরে যাওয়ার সময় মুখে সুরক্ষা মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কোনো দেশে জন সমাবেশে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আবার কোনো কোনো দেশে নির্দেশ না মানলে জরিমানা করারও বিধান রাখা হয়েছে।

তারমধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। মাস্ক না পরলে কঠোর শাস্তির বিধান শুরু করেছে দেশটি। মাস্ক না পরলে সেখানে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং একই সঙ্গে জরিমানাও দিতে হবে।

দেশজুড়ে করোনার বিস্তার বাড়তে থাকায় এমন পদক্ষেপ নিয়েছে কাতার প্রশাসন। উপসাগরীয় দেশটিতে এখন পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

কাতারে বর্তমানে ২৭ লাখের বেশি মানুষ বসবাস করে। দেশটির ১ দশমিক ১ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে।

আগামীনিউজ/মিজান