Dr. Neem on Daraz
Victory Day

ফের রাজধানীতে প্রবেশ-বাহিরে নিয়ন্ত্রণ আরোপ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৭, ২০২০, ০১:১০ পিএম আপডেট: মে ১৭, ২০২০, ০১:১১ পিএম ফের রাজধানীতে প্রবেশ-বাহিরে নিয়ন্ত্রণ আরোপ

ঢাকা: মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত রাজধানী ঢাকা শহরে প্রবেশ বা এখান থেকে বাইরে বের হতে পারবেন না কেউ। 

বিষয়টি নিশ্চিত করতে আবারো কঠোর হওয়ার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৭ মে) থেকে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এর ফলে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ বা ঢাকা থেকে বাইরে যেতে পারবেন না। তবে জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

ডিএমপির নতুন নির্দেশনা অনুযায়ী, এ অবস্থায় যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগামীনিউজ/মিজান