Dr. Neem on Daraz
Victory Day

রূপগঞ্জে ৫০ হাজার দরিদ্র মানুষের পাশে বসুন্ধরা গ্রুপ


আগামী নিউজ | বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ০৪:১৭ এএম রূপগঞ্জে ৫০ হাজার দরিদ্র মানুষের পাশে বসুন্ধরা গ্রুপ

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে করোনাভাইরাস মোকাবিলায় বসুন্ধরা গ্রুপ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভাভুক্ত বিভিন্ন এলাকার ৫০ হাজার দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেবে। গতকাল বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বসুন্ধরা গ্রুপের পক্ষে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল বাশার টুকু, ইউপি সদস্য মোশারফ হোসেন, মোয়াজ্জেম হোসেন, আবদুল মতিন, মাসুম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল, নবী হোসেন, আলেক, ছাত্রলীগ নেতা মাসুম চৌধুরী আপু প্রমুখ। এ সময় রফিকুল ইসলাম রফিক বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসে। তাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশক্রমে রূপগঞ্জের ৫০ হাজার দিনমজুর, দুস্থ পরিবারের প্রায় দুই লাখ লোকের বাড়ি বাড়ি আমরা খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। গতকাল কায়েতপাড়া ইউনিয়নের প্রায় ১০ হাজার লোকের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। পৌঁছে দেওয়া হয়েছে চাল, ডাল, তেল, আটা, আলু, সাবান, মাস্ক। পর্যায়ক্রমে আরও ৪০ হাজার পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

আগামী নিউজ/নাঈম