Dr. Neem on Daraz
Victory Day

ঢাকার রাস্তায় আজ থেকে কড়াকাড়ি 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ০৪:৩৪ পিএম ঢাকার রাস্তায় আজ থেকে কড়াকাড়ি 

ঢাকা : করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে আজ থেকে ঢাকার রাস্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। এজন্য পুলিশ ও সেনবাহিনী মাঠে থাকবে। কেউ বের হলে তাকে পুলিশের জেরার মুখে পড়তে হবে। তবে সংবাদপত্রসহ জরুরি সেবা আওতামুক্ত থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ১০ দিনের ছুটি বা সরকারি ও বেসরকারি অফিস এবং আদালতের জন্য প্রযোজ্য। সংবাদপত্রসহ অন্যান্য জরুরি কার্যাবলির জন্য এই নির্দেশনা প্রযোজ্য নয়।

গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম  বলেন, যাঁদের প্রয়োজন আছে, তারা অবশ্যই চলতে পারবেন। তবে যাদের প্রয়োজন নেই, তারা যেন রাস্তায় বের না হন, সেটা নিশ্চিত করা হবে।

আগামীনিউজ/ইয়াকুব/মিজান