Dr. Neem on Daraz
Victory Day

করোনা পরীক্ষার কিট সংগ্রহে ২৫ লাখ টাকা দিল রিহ্যাব


আগামী নিউজ | বাংলঅদেশ প্রতিদিন প্রকাশিত: মার্চ ২৬, ২০২০, ১২:১৩ পিএম করোনা পরীক্ষার কিট সংগ্রহে ২৫ লাখ টাকা দিল রিহ্যাব

করোনাভাইরাস পরীক্ষা করতে প্রয়োজনীয় কিট সংগ্রহ করার জন্য সরকারি তহবিলে ২৫ লাখ টাকার চেক প্রদান করেছে আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেছেন, এখন সরকারের কাছে দাবি জানানোর সময় নয়। এখন সরকারের পাশে থেকে সহযোগিতা করার সময়।

সরকার একা সমস্যা সমাধান করতে পারবে না। আমাদের সবার সহযোগিতা করতে হবে।

গতকাল রিহ্যাবের বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ করে বলা হয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপির হাতে ওই চেক হস্তান্তর করেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এর ঢেউ বাংলাদেশে এসে পড়ায় আমরাও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সংকটকালীন সময়ে সরকারের কাছে কোনো ধরনের দাবি উত্থাপন না করে সরকারের সঙ্গে থেকে এই সংকট মোকাবিলা করার জন্য সবার প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি।

আগামী নিউজ/নাঈম